ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চিলাহাটিতে দুই ট্রেনের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশত যাত্রী

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:৫৩, ১৮ জানুয়ারি ২০২৩
চিলাহাটিতে দুই ট্রেনের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশত যাত্রী

দুর্ঘটনা কবলিত রূপসা এক্সপ্রেস ট্রেন

নীলফামারীর চিলাহাটিতে একই লাইনে থাকা মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে রূপসা এক্সপ্রেস ট্রেনের। এতে কয়েকজন আহত হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েক শত যাত্রী। 

এদিকে দুর্ঘটনার পর থেকে চিলাহাটি-ঢাকা রুটে সাড়ে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার দূরে এ দুর্ঘটনাটি ঘটে। 

রূপসা এক্সপ্রেসের সহকারী চালক নাজমুল হাসান জানান, চিলাহাটি স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার দেওয়ায় আমরা ট্রেন নিয়ে খুলনার দিকে রওনা দেই। আধা কিলোমিটার দূরে একই লাইনে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে আমাদের ট্রেনের ধাক্কা লাগে। এতে ২ চালকসহ কয়েকজন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় রূপসা এক্সপ্রেসের তিনটি কোচ এবং মোবিল বক্স ক্ষতিগ্রস্থ হয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে জানতে চিলাহাটি স্টেশনে যাওয়া হলে সেখানে স্টেশন মাস্টারকে পাওয়া যায়নি।

চিলহাটি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। কিন্তু তারা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিথুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়