ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঢাকা-চিলাহাটি ট্রেন চলাচল স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১৮ জানুয়ারি ২০২৩  
ঢাকা-চিলাহাটি ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চিলাহাটি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভারতের হলদিবাড়ি থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি স্টেশনের আধা কিলোমিটার দূরে একই লাইনে থাকা মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের। এতে ঢাকার সঙ্গে চিলাহাটির ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: চিলাহাটিতে দুই ট্রেনের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশত যাত্রী

চিলাহাটি স্টেশন মাস্টার নাজনীন পারভীন জানান, দুপুর আড়াইটার দিকে চিলাহাটি থেকে মিতালী এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভারতের হলদিবাড়ি থেকে চিলাহাটি পর্যন্ত ভারতীয় ইঞ্জিন ট্রেনটি বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসে। এরপর ইঞ্জিন পরিবর্তন করা হয়। পরে ট্রেনটি বাংলাদেশি ইঞ্জিনের মাধ্যমে ঢাকায় নিয়ে যাওয়া হয়।  

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত রূপসা এক্সপ্রেস ট্রেনের তিনটি কোচ ক্ষতিগ্রস্থ হয়েছে। কোচগুলো মেরামতের কাজ চলছে। 

সিথুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়