ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উপনির্বাচনে থাকছে না সিসিটিভি: নির্বাচন কমিশনার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৯ জানুয়ারি ২০২৩  
উপনির্বাচনে থাকছে না সিসিটিভি: নির্বাচন কমিশনার

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘উপনির্বাচনে সিসিটিভি ক্যামেরা থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।’

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার দুটি আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই সংশ্লিষ্ট জেলার প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেছে কমিশন। এরই মধ্যে, নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যাতে উপনির্বাচন অনুষ্ঠিত হয় তার যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘গাইবান্ধার একটি নির্বাচন দিয়ে পুরো ইভিএম পদ্ধতিকে বিবেচনা করলে হবে না। এই নির্বাচন কমিশন ইভিএমে আরো কয়েকটি নির্বাচন করেছে, কোনো অভিযোগ ছাড়াই।’

নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএমে এখন পর্যন্ত যতগুলো ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, অনাস্থা আনার মতো কিছু হয়নি। আমরা চেষ্টা করছি, খুব সুন্দর একটি নির্বাচন করার। যারা যন্ত্রের ত্রুটি নিয়ে কথা বলেন, তাদের আহ্বান জানাই, আসেন যন্ত্রের কী সমস্যা বলেন। আমরা ত্রুটিগুলো দূর করার চেষ্টা করব।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইভিএম অত্যন্ত ভালো একটি মেশিন। ইভিএমের ওপর মানুষের আস্থা বাড়াতে হবে। কথার জন্য কথা, বিরোধিতার জন্য বিরোধিতা এটা থেকে দুরে সরে আসুন। সবাই মিলে সুন্দর একটা নির্বাচন করি।’

এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিব খান, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব প্রমুখ।

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়