ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২১ জানুয়ারি ২০২৩   আপডেট: ১০:০৪, ২১ জানুয়ারি ২০২৩
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস

বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা তীব্র শীত আর কনকনে ঠাণ্ডায় কাঁপছে দিনাজপুরের মানুষ। শীত নিবারণে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে হচ্ছে। রাস্তা-ঘাট ফাঁকা, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। 

শীতে বিপর্যস্ত দিনাজপুরে এসময় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। 

শনিবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি জানান, আজ (শনিবার) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ।

তিনি আরও জানান, গতকাল একই সময় তাপমাত্রা ছিলো ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।

মোসলেম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়