ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাইবান্ধায় আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২১ জানুয়ারি ২০২৩  
গাইবান্ধায় আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আগুনে দগ্ধ হয়ে হাবিবা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে, গত বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে হাবিবা আক্তার আগুনে দগ্ধ হয়।

শিশু হাবিবা আক্তার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের সোনারপাড়া এলাকার মো. নাজমুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানায়, নানা ফুল মিয়ার বাড়িতে শিশু হাবিবা আক্তার থাকতেন। বুধবার বিকেলে হাবিবাকে রান্নার চুলার পাড়ে রেখে তার নানী বাড়ির বাইরে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন শিশু হাবিবা আগুনে দগ্ধ হয়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শিশু হাবিবা মারা যায়।

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাবিবা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ইতোমধ্যে তাকে দাফনও করা হয়েছে।'

সুদীপ্ত/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়