ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২৩ জানুয়ারি ২০২৩  
ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা

ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

জরিমানাকৃত অবৈধ ইটভাটাগুলো হলো- মেসার্স সোহাগ ব্রিকস, মেসার্স মুরাদ ব্রিকস, মেসার্স বিবিসি ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকস, মেসার্স বলাকা-১ ব্রিকস, মেসার্স বলাকা-২ ব্রিকস, মেসার্স মাস্টার ব্রিকস, মেসার্স সততা ব্রিকস ও মেসার্স শাপলা ব্রিকস।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।

সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘স্কুলের পাশে, আবাসিক এলাকা ও ফসলী জমিতে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা এবং পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।’

মিলন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়