ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রসূতিসহ লিফটে আটকা ১৫ জন, ফায়ার সার্ভিসকর্মীরা এসে উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৮:৪৭, ২৪ জানুয়ারি ২০২৩
প্রসূতিসহ লিফটে আটকা ১৫ জন, ফায়ার সার্ভিসকর্মীরা এসে উদ্ধার

ঢাকার সাভারে বেসরকারি হাসপাতালের লিফটে প্রসূতি, নারী ও শিশুসহ ১৫ জন আটকে পড়ে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় লিফট কেটে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করেছে। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আরিফ হোসেন বলেন, ‘আমার বোনের জরুরি সিজারিয়ান অপারেশনের জন্য দুপুর ১২টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে যাই। তখন তারা লিফটে দ্বিতীয় তলায় যাওয়ার পরামর্শ দেন। আমার বোন ও তিন-চার জন শিশুসহ ১৫ জন লিফটে উঠি। লিফট চালু হয়ে তিন-চার হাত উপরে উঠতেই আটকে যায়। তখন অ্যালার্ম বাজিয়ে ও অনেক ডাকাডাকি করি। লিফটে থাকা সবাই আতঙ্কিত হয়ে কান্নাকাটি করছিল। আমি দ্রুত ৯৯৯ এ কল করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধার করে।’ 

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘জরুরি সেবা নম্বরে এক যুবক ফোন করে লিফটে আটকে পড়ার কথা জানায়। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় লিফট কেটে তাদের উদ্ধার করি।’ 

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়