ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গম্ভীরা গানে ইভিএমে ভোটের প্রচার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ২৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১১:৫১, ২৬ জানুয়ারি ২০২৩
গম্ভীরা গানে ইভিএমে ভোটের প্রচার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় গম্ভীরার গানে গানে অনুষ্ঠিত হয়ে গেলো ইভিএমের মাধ্যমে ভোটদানের প্রচার। 

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কাজলা বাজারের জনসচেতনতামূলক এই প্রচার করে নির্বাচন কমিশন। 

গম্ভীরার গানের নানা সাইদুর রহমান ও নাতি খাবিরুদ্দিন তাদের আঞ্চলিক ভাষায় সকল ভোটারদের ইভিএমে ভোটদান পদ্ধতি হাতেনাতে শিখিয়ে দেন। এছাড়াও ইভিএমে ভোটদান পদ্ধতি সহজ এবং সময় কম লাগে বলে ভোটারদের জানান এই গম্ভীরার গানে গানে।

এই সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

পরে এদিক বিকেলে নাচোলের সাঁওতাল পাড়া, ভাতসা ও হাট বাকৈল এলাকাতেও এই গণসচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচন কমিশন।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে বিএনপির দুই জন সংসদ সদস্য পদত্যাগ করলে আসন দুটো শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৯০ দিনের মধ্যে এই দুটি সংসদীয় আসনে উপ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে  তফসিলও ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আসন দুটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি।

মেহেদী হাসান শিয়াম/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়