ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৬ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৬:৫৭, ২৬ জানুয়ারি ২০২৩
গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে মামলা

ইউএনও মো. জানে আলম। ফাইল ফটো

পুকুর ভরাটের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজশাহী জেলা পরিবেশ আদালতে মামলাটি করেন সালাহ উদ্দিন বিশ্বাস নামের একজন আইনজীবী। মামলায় ইউএনও ছাড়াও অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গোদাগাড়ী সদর ইউনিয়নের পরমানন্দপুর মৌজায় অবস্থিত পুকুরটি। এটি এক নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি।

উপজেলা ভূমি অফিসের খাতার রেকর্ড অনুযায়ী, এই জমির শ্রেণি পুকুর। আশ্রয়ণ প্রকল্পের জন্য পুকুরটি ভরাট করছে উপজেলা প্রশাসন।

মামলার বাদী সালাহ উদ্দিন বিশ্বাস জানান, আইনে পুকুর ভরাট নিষিদ্ধ। তাই জনস্বার্থে তিনি মামলা করেছেন। তার পক্ষে মামলাটি ফাইলিং করেছেন আইনজীবী রায়হান কবীর।

তিনি আরো বলেন, ‘আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব মামলাটি গ্রহণ করে আগামী ২২ মে শুনানির জন্য ধার্য করেছেন। সেদিন পরিবেশ অধিদপ্তরের একজন পরিদর্শকের উপস্থিতিতে শুনানি হবে।’

মামলার বিষয়ে জানতে চাইলে ইউএনও মো. জানে আলম বলেন, ‘মামলার বিষয়টি জানা নেই। যেখানে মাটি ফেলা হচ্ছে সেখানে কোনো পুকুর নেই। স্থানীয় কিছু ভূমিদস্যু অনেক আগে থেকে পুকুর ভরাট করে ভোগদখল করে আসছেন। হয়রানির জন্যই তারা এই মামলা করেছেন।’

কেয়া/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়