ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিএনপির দম ফুরিয়েছে, সে কারণে নীরব পদযাত্রা: তথ্যমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৯:৪৫, ২৭ জানুয়ারি ২০২৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পুরোনো গাড়ির যেমন দম ফুরিয়ে যায়, তেমনি বিএনপিরও এখন দম ফুরিয়ে গেছে। সে কারণে নীরব পদযাত্রা কর্মসূচি দিয়েছে।’

বিএনপির সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে। গাড়ি যখন পুরোনো হয়ে যায়, তখন চলে না। এ জন্য মাঝে-মধ্যে স্টার্ট দিতে হয়। বিএনপিও কয়দিন পর পর কর্মসূচি দিচ্ছে ওই পুরোনো গাড়ি স্টার্ট দেওয়ার মতো।’

আগামী রোববার প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাজশাহীর জনসভা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘দলের কর্মী হিসেবে আমরা মানুষের ভোট চাই। আমরা সারা বছর মানুষের কাছেই থাকি। শুধু এখন ভোট চাইছি তা নয়। গত ১৪ বছর মানুষের সঙ্গে থেকেছি। মানুষের খোঁজ-খবর রেখেছি। সুখে-দুঃখে, অভাব-অভিযোগে শুধু আওয়ামী লীগকেই পাওয়া গেছে। এই করোনা মহামারির সময় আওয়ামী লীগ ছাড়া কাউকে পাওয়া যায়নি। যখন ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয় তখন আওয়ামী লীগকেই পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘অন্য দলের সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য হলো- আওয়ামী লীগ সব সময় জনগণের সঙ্গেই থাকে। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ইতিমধ্যে গোটা বিভাগে সাজ সাজ রব তৈরি হয়েছে। মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। লাখ লাখ মানুষের সমাগম হবে। এই মাঠে কোনোভাবেই মানুষকে জায়গা করে দেওয়া সম্ভব হবে না। এই মাঠের বাইরে অনেক মানুষ থাকবে।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

কেয়া/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়