ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মহামায়া লেক থেকে ২ হাজার মিটার কারেন্টজাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৮ জানুয়ারি ২০২৩  
মহামায়া লেক থেকে ২ হাজার মিটার কারেন্টজাল আটক

চট্টগ্রামের মিরসরাই মহামায়া লেকে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্টজাল আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাছ শিকারকালে এই জাল আটক করা হয়।

মিরসরাই ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ জানান, পাহাড়ের ভিতর দিয়ে মহামায়া লেকে অবৈধভাবে মাছ ধরার খবর জানতে পেরে অভিযান চালালে টের পেয়ে জালের বস্তা পানিতে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফেলে যাওয়া এই ২ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। 

পরে চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। এব্যাপারে আসামি অনুসন্ধানে পিওআর মামলা দায়ের করা হয়েছে।

রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়