ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রংপুরে ৪০০০ মানুষকে নীড়ের ফ্রি চিকিৎসাসেবা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২৮ জানুয়ারি ২০২৩  
রংপুরে ৪০০০ মানুষকে নীড়ের ফ্রি চিকিৎসাসেবা

রংপুরে সেচ্ছাসেবী সংগঠন নীড় ‘আর্তমানবতার সেবায় মহাউৎসব  ২০২৩’ উদযাপনে ৪ হাজার অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা এবং ওষুধ বিতরণ করেছে। এই চিকিৎসাসেবায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন বিষয়ে ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োজিত ছিলেন।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে নগরীর মাহীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী কর্মসূচি চলে। 

স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের সিইও ইঞ্জিনিয়ার সিহাব চৌধুরীর সঞ্চালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। 

অতিথিরা নীড়ের এ কার্যক্রমকে স্বাগত জানান। ভবিষ্যতে নীড়ের এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

‘নীড়’ আর্তমানবতার সেবায় মহাউৎসবে ফ্রি চিকিৎসা সেবা ছাড়াও ৫০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ, ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান, ১০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান ও ১৫০০ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে। 

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সাকিনা‌ বেগম বলেন, ‘বড় বড় ডাক্তার আসেন। তারা সিঁড়িতে আমাদের চেকআপ করেছেন। আবার ওষুধ ফ্রিতে দিয়েছেন। চিকিৎসকরা যোগাযোগ রাখতে বলেছেন। পরেও ওষুধ ফ্রি দেবে।’

স্বেচ্ছাসেবী সংগঠন নীড়ের ফাউন্ডার (সিইও) ইঞ্জিনিয়ার শিহাবুজ্জামান চৌধুরী সিহাব জানান, ভবিষ্যতে নীড়ের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী এই মহাউৎসবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, নীড়ের প্রধান উপদেষ্টা তুহিন চৌধুরী প্রমুখ। 
 

আমিরুল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়