ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং, জরিমানা দিলো ‘কাচ্চি বাড়ি’

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৩০ জানুয়ারি ২০২৩  
বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং, জরিমানা দিলো ‘কাচ্চি বাড়ি’

হবিগঞ্জ শহরের কাচ্চি বাড়ি রেস্টুরেন্টে অভিযান

বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং দেওয়ার অভিযোগে হবিগঞ্জ শহরের ‘কাচ্চি বাড়ি’ রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে এই জরিমানা করা হয়। সদর মডেল থানা পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে অধিদপ্তরটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানে পরিলক্ষিত হয় হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা রোডে কাচ্চি বাড়ি রেস্টুরেন্টের বিরিয়ানিতে কারখানায় ব্যবহৃত রং দেওয়া হচ্ছে। এজন্য ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পরে মবিলের গায়ে মূল্য তালিকা না থাকায় জেলা শহরের ফায়ার সার্ভিস রোডের মা মটরসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়