ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৭০টি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১২:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৩
এক কেন্দ্রে দেড় ঘণ্টায় ভোট পড়েছে ৭০টি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে এই আসনের আলিনগর প্রাথমিক বিদ্যালয়ে ভোটার উপস্থিতি একেবারেই কম।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণের শুরুতে ধাওয়া-পাল্টা ধাওয়া

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে সকাল ১০টা পর্যন্ত আলিনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭০টি। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৩৬৪ জন। 

আলিনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দুরুল হোদা বলেন, ভোটকেন্দ্রটি গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম। সকাল ১০টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে মাত্র ৭০টি। আশা করছি বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করবে। 

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়