ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জেলের জালে ধরা পড়লো ৫৫ কেজির  বাঘাইর

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩  
জেলের জালে ধরা পড়লো ৫৫ কেজির  বাঘাইর

টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়ে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। পরে মাছটি ওই জেলের কাছ থেকে কিনে নেন গোবিন্দাসী মাছ বাজার সমিতির সভাপতি বাবলু হালদার। তিনি মাছটি নিজের আড়তে এনে বিক্রি করেছেন ৭৫ হাজার টাকায়।

শনিবার (৪ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য আনেন বাবলু হালদার। 

জানা গেছে, সকালে বাঘাইর মাছটি গোবিন্দাসী মাছ বাজারে আনা হয়। এসময় মধুপুর উপজেলার গারোবাজারের সুজন নামের এক ব্যক্তি ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

মাছের ক্রেতা সুজন জানান, কয়েকজন মিলে বিশালাকৃতির বাঘাইর মাছটি কিনে ভাগ করে নিয়েছি। 

মাছের মালিক বাবলু হালদার জানান, সকালে বেলকুচি যমুনা নদী থেকে বাঘাইর মাছটি কিনে বিক্রি করার জন্য গোবিন্দাসী মাছ বাজারে নিয়েছিলাম। পরে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেছি। 

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়