গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা
গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পন্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাধা পেয়ে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, বাম গণতান্ত্রিক জোটের মিছিলটি শহরের রেলগেট এলাকা থেকে বের হয়ে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সার্কুলার রোডের ইসলাম প্লাজা মার্কেটের সামনে মিছিলটি এলে পুলিশ বাধা দেয়। এ সময় দলটির নেতারা সেখানে সমাবেশ শুরু করেন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলা শাখার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মীনা প্রমুখ।
সমাবেশে বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে তারা গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এ দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মাসুম/মাসুদ