কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ফের দেখা দিয়েছে শীতের দাপট। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনে স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পরে তাপমাত্রা কমে যাচ্ছে।
রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, শনিবার একই সময় তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, গত কয়েকদিনের তুলনায় শনিবার রাত থেকে শীত বেশি অনুভূত হচ্ছে। এখনো কুয়াশায় আচ্ছাদিত হয়ে রয়েছে পথঘাট। দেখা মেলেনি সূর্যের।
এদিকে, শীত বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকরাও। সকালের দিকেও তাদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে, হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
নাঈম/কেআই