ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

আগুন পোহাতে গিয়ে দগ্ধ সুরবালা রাণী মারা গেছেন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৩১ জানুয়ারি ২০২৪  
আগুন পোহাতে গিয়ে দগ্ধ সুরবালা রাণী মারা গেছেন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার ১৫ দিন পর সুরবালা রাণী দাস (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান। 

নিহত সুরবালা রাণী দাস উপজেলার বরচালা গ্রামের হরিমহ চন্দ্র দাসের স্ত্রী।

আরো পড়ুন:

ওসি শাহ জামান বলেন, এ ঘটনায় নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, গত ১৭ জানুয়ারি সকালের দিকে শীত নিবারণের জন্য বাড়ির পাশে খড়ে আগুন দিয়ে তাপ পোহাচ্ছিলেন সুরবালা রাণী। এক পর্যায়ে অসাবধানতাবশত কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়