নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল শিক্ষার্থীর মরদেহ
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মানিকগঞ্জে নিখোঁজের দুইদিন পর কালিগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সামিয়া ইসলাম মানিকগঞ্জ পৌর এলাকার গঙ্গাধরপট্টি এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি থেকে কোচিংয়ের জন্য বের হয় সামিয়া। বিকেলে তার মা কোচিং সেন্টারে মেয়েকে আনতে গিয়ে জানতে পারেন, সামিয়া কোচিংয়ে আসেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, সোমবার সকালে নদীতে সামিয়ার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
চন্দন/কেআই