ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

মেঘনায় ২ ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ১ 

শরীয়তপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৪ মার্চ ২০২৪   আপডেট: ২১:০৭, ২৪ মার্চ ২০২৪
মেঘনায় ২ ট্রলারের সংঘর্ষ, নিখোঁজ ১ 

ফাইল ফটো

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও ইট বোঝাই ট্রলারের সংঘর্ষে শহীদুল্লাহ গাজী (৪৮) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। রোববার (২৪ মার্চ) দুপুরে মেঘনা নদীর চাঁদপুর অংশের মিনি কক্সবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নৌপুলিশ সুত্রে জানা যায়, দুপুরে যাত্রীবাহী ট্রলার চাঁদপুর থেকে যাত্রী নিয়ে দক্ষিণ তারাবুনিয়ার এলাকার আফামোল্যার বাজারের দিকে ফিরছিল। এ সময় ট্রলারটি চাঁদপুর অংশের মিনি কক্সবাজার এলাকায় আসলে বিপরীতদিক থেকে আসা আরেকটি ইট বোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারে থাকা শহীদুল্লাহ গাজী নিখোঁজ হয় এবং ট্রলারের চালক মনির হোসেন গুরুতর আহত হয়। পরে আহত ট্রলার চালককে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীয়তপুর নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাজমুল ইসলাম বলেন, ‘দুটি ট্রলারের সংঘর্ষে এক ব্যক্তি নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাটি চাঁদপুর অংশে ঘটেছে।’ 

আরো পড়ুন:

আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়