সুবর্ণচরের ভূমিদস্যু ও শীর্ষ সন্ত্রাসী রায়হান মেম্বার অস্ত্রসহ গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নোয়াখালীর সুবর্ণচরের ভূমিদস্যু ও শীর্ষ সন্ত্রাসী মো. জসিম ওরফে রায়হান (৫০) মেম্বারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে চরজব্বর থানা পুলিশ।
রোববার (২৪ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের হারিচ চৌধুরী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে চরজব্বর থানায় অন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সুজন/টিপু