উত্তাল রংপুর মেডিক্যাল কলেজ
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে অন্দোলনত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রংপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
বুধবার(১৬ জুলাই) বেলা ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সারা দেশে শিক্ষার্থীদের হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে কোটা প্রথা বাতিলের দাবিতে ব্যানার ফেস্টুন হাতে সমবেত হন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ র্যালি বের করে মেডিক্যাল ক্যাম্পাস হয়ে হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।
কোটা প্রথা বাতিল ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন ৪৭ ব্যাচের শিক্ষার্থী ডা. রিয়াজ শরীফ তাহা মিলন পাটোয়ারী, শিক্ষার্থী দাহহাক তালুকদার, মোকাররম হোসেন নিরব, আলভি।
আমিরুল ইসলাম/ইভা