কোটা সংস্কার আন্দোলন
নরসিংদীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩
নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নরসিংদীতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও জেলা ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে আহত হয়েছেন তিন জন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল চারটায় জেলা ছাত্রলীগ সভাপতি রিমনের নেতৃত্বে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই কোটা আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে এখানে প্রবেশ করে। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় চলতে থাকে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা।
পরবর্তীতে ছাত্রলীগ পিছিয়ে যায়। কোটা আন্দোলনকারীরা নরসিংদী ঢাকা- সিলেট মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে কয়েক ঘণ্টা ধরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
কোটা আন্দোলনকারী নরসিংদী সরকারি কলেজের ছাত্র রাব্বি সরকার বলেন, ‘আজকে আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের কার্যক্রম করতে চাচ্ছিলাম। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে আমাদের তিন ভাই আহত হয়েছেন। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে, আমরা রাজপথ ছাড়ব না। কোটার বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো কোটা থাকবে না। মেধার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা সরকারি চাকরির সুযোগ পাবেন।’
আন্দোলনকারী শিক্ষার্থী মাহমুদুল হাসান শওকত ও তিন্নি আক্তার বলেন, ‘কালকে গভীর রাতে নির্বিচারে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বড় আপু ও ভাইদের উপর ছাত্রলীগ নোংরা ও লজ্জাজনক হামলা চালায়। এর আগে নির্বিচারে নির্মমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র ভাই এবং বোনদের উপর যে হামলা চালিয়েছে ছাত্রলীগ, তাতে আমরা সবাই লজ্জিত ও মর্মাহত। এটা কোনো সুস্থ সমাজ ব্যবস্থা হতে পারে না। কোটা মুক্ত বাংলাদেশ চাওয়াটা কি আমাদের ভুল? সরকার আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানবে, ততক্ষণ পর্যন্ত আমার রাস্তায় থাকব। ছাত্রলীগ, পুলিশ কে কী এটা আমাদের দেখার কোনো বিষয় না। আমরা কোটা বন্ধ চাই।’
নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করার চেষ্টা করছি।’
হৃদয়/সনি
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৩ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৫ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৫ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৫ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের