ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

সাতক্ষীরায় ১২ শিক্ষার্থী রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ২২:৩৫, ২৯ জুলাই ২০২৪
সাতক্ষীরায় ১২ শিক্ষার্থী রিমান্ডে

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাতক্ষীরা সদর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়ারুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গ্রেপ্তার ১৬ শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (ইনটেলিজেন্ট) এমএম সেলিম প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিচারক জিয়ারুল ইসলাম তাদের মধ্যে ১২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি চার জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের জন্য নারী ও শিশু আদালতে রিমান্ড আবেদন করার পরামর্শ দেন বিচারক।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (ইনটেলিজেন্ট) এমএম সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় গ্রেপ্তারকৃত ১৬ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকেরই ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক তাদের মধ্যে ১২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরো পড়ুন:

তিনি আরও জানান, বাকি চার আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের জন্য নারী ও শিশু আদালতে রিমান্ডের আবেদন জানানোর পরামর্শ দেন বিচারক। রিমান্ড শুনানিকালে তাকে সহযোগিতা করেন রাষ্ট্রপক্ষের আইজীবী এপিপি অ্যাডভোকেট ওকালত হোসেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়