ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

নোয়াখালীতে ৫টি পেট্রোল বোমা উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১ আগস্ট ২০২৪  
নোয়াখালীতে ৫টি পেট্রোল বোমা উদ্ধার 

নোয়াখালীর চাটখিল উপজেলায় সড়কের উপর পড়ে থাকা ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।  

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক। বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সড়ক থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। 

ওসি ইমদাদুল হক জানান, রাত ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সড়কে হঠাৎ করে একদল লোক স্লোগান দিতে থাকে। এ সময় তারা বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

এ ঘটনায় চাটখিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
 

সুজন/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়