ঢাকা     মঙ্গলবার   ১০ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৬ ১৪৩১

গুলিবিদ্ধ হাসিবুল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ৭ আগস্ট ২০২৪  
গুলিবিদ্ধ হাসিবুল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

হাসিবুল ইসলাম

আওয়ামীলীগ সরকারের পদত্যাগের দাবিতে সহিংসতার মধ্যে ঢাকার সাভারে নির্মাণ শ্রমিক হাসিবুল ইসলাম (২০) গুলিতে আহত হন। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  

আহত হাসিবুল ইসলাম মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের দেলোয়ার ঢালীর ছেলে। বুধবার (৭ আগস্ট) দুপুরে আহতের স্বজনরা এ তথ্য জানিয়েছেন। 

নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, হাসিবুল কাজের সন্ধানে গত ৪ আগস্ট ঢাকার সাভারে যান। গত ৫ আগস্ট সকালে কাজ ফেলে রেখে সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে অংশ নেন। এ সময় পেছন থেকে পুলিশের ছোড়া গুলি তার মাথার উপর এসে লাগে। এতে তার মাথায় গুলি লাগে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আহতের মামা মাসুম জানান, ছোট বেলায় মা হারা হাসিবুল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাসিবুল মারা গেলে পরিবারটা পথে বসে যাবে। তিনি তার ভাগ্নের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 
 

বেলাল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়