ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৪ আগস্ট ২০২৪  
কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিষ্ঠানের ভেতর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাও নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে মেডিক্যাল কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ নিজেই।

এর আগে, গতকাল মঙ্গলবার কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে অধ্যক্ষ বরাবর ১২ দফা দাবি বাস্তবায়নের আবেদন জানানো হয়। 

এদিকে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থী শাহাদাৎ হোসেন মেহেদী বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন। আমারা চাই ক্যাম্পাসে যেন আর রাজনীতির কালো থাবা ফিরে না আসে। কলেজে একাডেমিকভাবে গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠন করা হবে। যা দলীয় ছাত্র রাজনীতির প্রভাব মুক্ত থাকবে।’ 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. আকরামুজ্জামান (মিন্টু) বলেন, ‘ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা উঠেছিল। আমরা শিক্ষকরা তাদের এই যুক্তির দাবির বিরুদ্ধে নয়। ক্যাম্পাস রাজনীতিমুক্ত হলেই শিক্ষার্থীরা পড়ালেখা সুন্দরভাবে করতে পারবে।’ 

কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘আমাদের ক্যাম্পাসে ৯৯.৭ শতাংশ শিক্ষার্থী রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে। ১২ দফা দাবি বাস্তবায়নের আবেদনের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া, বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলো নোটিশ আকারে প্রকাশ করা হবে।’ 

প্রসঙ্গত,গত ১৭ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের ১৪ নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৬ সদস্যের কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্য সদস্যরা ফেসবুকে স্ট্যাটাস এবং অলিখিতভাবে পদত্যাগের ঘোষণা দেন।

কাঞ্চন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়