ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

কাশিমপুর কারাগারে হামলার পরিকল্পনা, সতর্ক করলেন যুবক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৫ আগস্ট ২০২৪  
কাশিমপুর কারাগারে হামলার পরিকল্পনা, সতর্ক করলেন যুবক

কাশিমপুর কারাগার। ফাইল ফটো

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হামলা চালিয়ে বন্দি ছিনতাই ও অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার পরিকল্পনা চলছে বলে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে ফোন করে সতর্ক করেছেন এক যুবক। এছাড়া, তিনি হোয়াটসঅ্যাপ এবং সরাসরি দেখা করেও ওসিকে বিষয়টি জানিয়েছেন। রোববার (২৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন ওসি শাহ আলম।

ঘটনাটি ঘটেছে গত ২১ আগস্ট বিকেলে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানায় সাধারণ ডায়েরি হয়েছে বলে জানান ওসি শাহ আলম। কে বা কারা কারাগারে হামলার পরিকল্পনা করছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ। 

সাধারণ ডায়েরি ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বিকেলে কোনাবাড়ি থানার ওসিকে ফোন করেন এক যুবক। এসময় ওই যুবক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে যেকোনো সময় কাশিমপুর কারাগারে আক্রমণ করে আটককৃত বন্দি/আসামিদের ছিনিয়ে নেওয়াসহ অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করা হবে।

আরো পড়ুন:

কেন এমন হামলা হবে জানতে চাইলে উত্তরে যুবক বলেন, জানতে পারছি, দেশে অরাজকতা সৃষ্টি করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করা ও দেশকে অস্থিতিশীল করে বিদেশিদের কাছে তুলে ধরে ভাবমূর্তি নষ্ট করতেই হামলা চালানো হবে। 

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‌‘এক যুবক কারাগারে হামলা হবে বলে আমাকে ফোনে ও হোয়াটসঅ্যাপ কল দিয়ে জানায়। পরে ওই যুবক সরাসরি এসেও জানিয়েছে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাদের জানানো হয়েছে।’

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়