ব্রাহ্মণবাড়িয়ায় মাছ বেচাকেনা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা। ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ায় মাছ বেচাকেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে এক জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা শহরের কান্দিপাড়ার মাইমহাটি এলাকায় সংঘর্ষ হয়।
আহতরা হলেন- জুয়েল মিয়া (৩২), মেঘা মিয়া (১৫), নীরব মিয়া (১২), মো. রাজকুমার (২৫), আকলিমা বেগম (২৫), শামীম মিয়া (৩০), আবদুল হান্নান (৬৭), বিশাল (২৩), সাইমন (২৪), খোদেজা (৮০) ও নিরবসহ (১৩) ১৫ জন। তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য শিপনকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিপাড়া এলাকার মাইমলহাটির কয়েকজন বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দ বাজারে মাছ ব্যবসা করেন। আজ সকাল ১০টার দিকে আনন্দ বাজারে মাছ বেচাকেনা নিয়ে কান্দিপাড়ার মাইমলহাটির ভাইট্টাইল্লা গোষ্ঠীর বাবুল মিয়ার সঙ্গে একই মহল্লার মীর কাসিমের ছেলে সাগর মিয়ার কথা কাটাকাটি হয়। দুপুরে এলাকায় ফিরে উভয় গোষ্ঠীর লোকজন নানা ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, সকালে আনন্দবাজারে মাছ বেচাকেনা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। দুপুরে এলাকায় ফিরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের কেউই থানায় কোনো অভিযোগ করেনি।
মাইনুদ্দীন/মাসুদ