নড়াইলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক তাজিম হোসাইন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম হোসাইন নড়াইল সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও লোহাগড়া উপজেলার একটি কওমি মাদরাসার ছাত্র।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তাজিম হোসাইন মোটরসাইকেল চালিয়ে নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
শরিফুল/ইমন