ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

ভারতে অনুপ্রবেশকালে ৩ তরুণ-তরুণীসহ আটক ৪ 

পঞ্চগড় প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:০৮, ৩ সেপ্টেম্বর ২০২৪
ভারতে অনুপ্রবেশকালে ৩ তরুণ-তরুণীসহ আটক ৪ 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি ৩ তরুণ-তরুণীকে আটক করেছে বিজিবি। একই সাথে স্থানীয় এক পাচারকারীকেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ। এর আগে সোমবার উপজেলার গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বন্দরপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের টহল দল। 

আটকরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া লাখেরাজগুমটি গ্রামের শ্রী জগেস বর্মনের ছেলে লিটন বর্মন (২০), একই উপজেলার মাগুড়াপাড়া গ্রামের সাগর বর্মনের মেয়ে ঈশিতা রানী (১৮), সাগর বর্মনের আরেক মেয়ে সীমা রানী (২০)। তাদের সাথে আটক হয়েছে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী গ্রামের কালুয়া চন্দ্র বর্মনের ছেলে পাচারকারী শ্রী দেবনাথ বর্মন (৩০)।

পঞ্চগড়-১৮ বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টহল দল আটোয়ারী উপজেলার গিরাগাঁও বিওপির বন্দরপাড়া নামক স্থান থেকে এই ৪ জনকে আটক করে। পরে বিকেলে তাদের আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা মিঞা বলেন, বিজিবি ও পুলিশ যৌথভাবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা ও পর্যালোচনা শেষে ৩ তরুণ-তরুণীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় বিজিবি বাদি হয়ে আটক শ্রী দেবনাথ বর্মনের নামে এজাহার দাখিল করলে মামলা নেওয়া হয়।

বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্তে হত্যা বন্ধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধের লক্ষ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

নাঈম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়