কুয়াকাটায় কেন্দ্রীয় বিএনপি নেতাকে গণসংবর্ধনা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়া অনেক জুলুমের শিকার হয়েছেন, তবুও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। আর আপনাদের নেত্রী কোথায়? এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো যে নেত্রী দেশ ছেড়ে পালায়।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে পর্যটন হলিডে হোমসের সামনের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট দেওয়ার অধিকার দিয়েছে বিএনপি আর আওয়ামী লীগ ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে। আমরা সবার অধিকার ফেরত দিবো।
মোশাররফ হোসেন বলেন, ২০০৪ সালে ২ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া কলাপাড়ায় আসছিলের তখন এই পর্যটন ইয়ুথ ইনের ঘোষণা দিয়েছিলেন। একই উপজেলায় ২টি সরকারি হাসপাতাল যা বাংলাদেশের মধ্যে বিরল ঘটনা সে কাজটিও বেগম খালেদা জিয়া করেছেন।
স্থানীয় দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন- সালিশ বাণিজ্য করা যাবে না, কারো জমি দখল করা যাবে না, কারো উপরে অন্যায় আচরণ করা যাবেনা। এমন কর্মকাণ্ডে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজ মুসুল্লির সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মো. নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড.শাহজাহান পারভেজ ও কুয়াকাটা পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল প্রমুখ। এ অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইমরান/টিপু