ট্রাকচাপায় প্রাণ গেল পল্লী চিকিৎসকের
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুড়িগ্রামে ট্রাকচাপায় আব্দুল মতিন (৪৫) নামে এক পল্লী চিকিৎসক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আব্দুল মতিন সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট গ্রামের বদিউজ্জামানের ছেলে। কুড়িগ্রাম সদর থানার পরিদর্শক (তদন্ত) এটিএম শিফাতুল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে আব্দুল মতিন অটোরিকশাযোগে ত্রিমোহনী বাজার সংলগ্ন সরকারি বীজ হিমাগারের কাছে পৌঁছান। পরে অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈকত/কেআই