ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

৩০ টাকার টিকিট কেটে হাঁস ধরতে ঝাঁপিয়ে পড়েন তারা

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৬, ৬ সেপ্টেম্বর ২০২৪
৩০ টাকার টিকিট কেটে হাঁস ধরতে ঝাঁপিয়ে পড়েন তারা

ঠাকুরগাঁওয়ে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যকে ধরে রাখতে সদর উপজেলার বড় খোচাঁবাড়ি এলাকায় আয়োজন করেন এ খেলার। জনপ্রিয় এই খেলা দেখতে ভিড় জমে বিভিন্ন বয়সী মানুষের। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় যুবকদের আয়োজনে ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের বাসগাড়া পুকুরে হাঁস খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলার অংশ হিসেবে পুকুরে একটি হাঁস ছেড়ে দেয় আয়োজকরা। ৩০ টাকা করে টিকিট কেটে হাঁসটি ধরতে ঝাঁপিয়ে পড়েন ২০ জনের একটি দল। আর খেলা দেখতে পুকুরের চারপাশে জড়ো হয় অসংখ্য মানুষ। হাঁস ধরার জন্য কখনো সাঁতার আবার কখনো ডুব দিয়ে প্রাণপণ চেষ্টা চালায় খেলায় অংশগ্রহণকারীরা।

খেলা দেখতে আসা আব্দুর রাজ্জাক বলেন, প্রায় ১০-১৫ বছর আগে এলাকায় এলাকায় পুকুরে হাঁস খেলা অনুষ্ঠিত হতো। এখন আর এই খেলা দেখা যায় না। খেলাটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী এই খেলাটিকে ধরে রাখা উচিত নতুন প্রজন্মের জন্য। 

রকি নামে এক কিশোর বলেন, আমি এর আগে এই খেলা দেখিনি। আজকে দেখে আমারও এই খেলায় অংশ নিতে ইচ্ছে করছে। এর পরে এলাকায় হাঁস খেলা হলে আমিও খেলায় অংশগ্রহণ করবো। 

স্থানীয় আরেক বাসিন্দা ইউসুফ আলী বলেন, খেলা দেখে খুবই ভালো লাগলো। এটা এমন এক খেলা যা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী। এই খেলাটিকে ধরে রাখার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা উচিত।

খেলা কমিটির আয়োজক মো. ওসমান আলী বলেন, প্রথমবারের মতো আমরা এই খেলার আয়োজন করি। এটি আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। এই খেলা আমাদের এই সমাজের মধ্যে একটি সম্প্রীতি তৈরি করবে।

হিমেল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়