ঢাকা     বুধবার   ১৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩১ ১৪৩১

মিরসরাইয়ে এশিয়ান পেইন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৪
মিরসরাইয়ে এশিয়ান পেইন্টস কারখানার আগুন নিয়ন্ত্রণে 

চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এশিয়ান পেইন্টস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শওকত হোসেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার ভেতরে থাকা মেশিনারীজ ও ওপরের সিলিংয়ের আংশিক পুড়ে গেছে। কারখানার নিচ তলায় থাকা ক্যামিক্যাল আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরো পড়ুন:

পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‌‘কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা হয়নি।’ 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়