ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

চিহ্নিত একটি দল চাঁদাবাজি শুরু করেছে: ফয়জুল করিম 

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ৮ সেপ্টেম্বর ২০২৪  
চিহ্নিত একটি দল চাঁদাবাজি শুরু করেছে: ফয়জুল করিম 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘গত ৫ আগস্টের পর চিহ্নিত একটি দল লুটপাট ও চাঁদাবাজি শুরু করেছে। আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।’ 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা বালুর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এতোদিন কী করেছে তারা? এখন তারা ফ্যাস্টুন দিয়ে রাস্তাঘাট ভরে ফেলেছে। আপনাদের কী শক্তি আছে তা আমরা জানি।’ 

তিনি বিএনপিকে সুবিধাবাদী দল হিসেবে আখ্যা দিয়ে আরও বলেন, ‘আন্দোলন করব আমরা, আর ক্ষমতায় যাবেন আপনারা। এটা হতে দেওয়া যাবে না। আগামীতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, খুনিদের বাংলাদেশের মাটিতে স্থান দেওয়া হবে না।’

শরীয়তপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহমাদ কাশেমীর সভাপতিত্বে এবং হা. মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব  হা. মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল-আমিন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন, ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, অ্যাডভোকেট মানিক মিয়া সরদার প্রমুখ।

সাইফুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়