ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও পুলিশ কমিশনার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৪  
ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শনে রাসিক প্রশাসক ও পুলিশ কমিশনার

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ক্ষতিগ্রস্ত নগর ভবন পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের প্রথম তলা হতে দশম তলা পর্যন্ত বিভিন্ন ক্ষতিগ্রস্ত কক্ষ পরিদর্শন করেন তাঁরা। 

পরিদর্শন শেষে নগর ভবনে সচিবের দপ্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরীকে আবর্জনামুক্ত, ব্যানার, বিলবোর্ড, অবৈধ দখলমুক্ত করা সকলের দায়িত্ব। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি রাজশাহী মহানগরী এলাকায় সড়ক, গাছ, দৃষ্টিনন্দন সড়কবাতির খুটিসহ বিভিন্ন স্থাপনায় যত্রতত্র ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগাচ্ছেন যা দণ্ডনীয় অপরাধ। মহানগরীর বিভিন্ন স্থানে যারা ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়েছেন অতিদ্রুত তা নিজ দায়িত্বে সরিয়ে নিতে অনুরোধ জানান তিনি।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নগর ভবনে হামলা হয়। প্রতিটি কক্ষে চলে লুটপাট। এছাড়া অগ্নিসংযোগ করা হয় দ্বিতীয় তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত। বেশকিছু গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। সবমিলিয়ে এতে নগর ভবনের প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়।
 

কেয়া/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়