ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

গাজীপুরে বিগবস পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৬, ১১ সেপ্টেম্বর ২০২৪
গাজীপুরে বিগবস পোশাক কারখানায় আগুন

বেক্সিমকো গ্রুপের বিগবস পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বিগবস পোশাক কারখানায় আগুন লেগেছে। প্রায় চার ঘণ্টা ধরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাতে গেলেও কাজ শুরু করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে বকেয়া বেতনের দাবিতে ওই কারখানার  শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় আগুন লেগে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি-না, সেই বিষয়ে নির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারেননি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিগবস কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা ফিরে আসে।’

আরো পড়ুন:

তিনি জানান, সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। তাদের সহযোগিতা পেলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হবে। 

রেজাউল/কেআই/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়