ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

বাবার বিরুদ্ধে তিন মাসের শিশুকে আছড়ে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:২০, ১২ সেপ্টেম্বর ২০২৪
বাবার বিরুদ্ধে তিন মাসের শিশুকে আছড়ে হত্যার অভিযোগ

নাটোর দস্তনাবাদের রামনারায়ণ এলাকায় তিন মাসের শিশুসন্তান মোরসালিনকে দেয়ালে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে।  

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলার নারায়ণপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

শিশুটির মামা শিপন জানান, ইয়াসিন তার ছেলে শিশুকে দেয়ালের সাথে আছাড় দেন। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির নানি শাহানাজ জানান, মাঝেমধ্যেই স্ত্রীকে অত্যাচার করতেন ইয়াসিন। বুধবার দুপুরের দিকে শিশুটিকে রেখে তার মা রুপা গোসল করতে যায়। এরই মধ্যে শিশুটি কান্নাকাটি শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে দেয়ালের ওপর আছড়ে ফেলেন। মা রুপা বেগম এসে দেখেন তার ছেলে অচেতন এবং মাথা ও নাখ-মুখে আঘাতের চিহ্ন। দ্রুত স্থানীয়দের সহায়তায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই ইয়াসিন পালিয়ে যায়।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় মামলা হয়েছে। শিশুটির ময়নাতদন্তে হবে। এরপর তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

আরিফুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়