ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ১৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ০৮:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় তাজবীর আহমেদ (২৭) ও জাহিদ হোসেন জিতু (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

নিহত তাজবীর আহমেদ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও জাহিদ হোসেন জিতু একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সোয় ৮ টার দিকে তাজবীর ও জিতু মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে নিজ বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালগিড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তাদের মোটর সাইকেলটি মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় গাড়ি ওভারটেক করতে গেলে তাদের আরেকটি গাড়ি এসে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পাশের কুমিল্লা জেলার গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই রিয়াদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

রতন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়