ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৩, ১৩ সেপ্টেম্বর ২০২৪
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহিম (৩১) ও তার দুই ছেলে আব্দুল হাফিজ ও আব্দুল ওয়াছেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা।

তিনি বলেন, ভারী বর্ষণে উখিয়া ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। ওই পরিবারের স্ত্রী-সন্তানসহ আরও দুইজন আহত হন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

একই রাতে কক্সবাজার সদরে পাহাড় ধসে একই পরিবারের মা ও দুই কন্যা সন্তান মারা যান। এ নিয়ে কক্সবাজারে পাহাড় ধসে এক রাতে ৬ জনের প্রাণহানি ঘটে। 

সর্বশেষ গত ১৯ আগস্ট কক্সবাজারের মহেশখালীতে ভারী বর্ষণে পাহাড় ধসে আব্দুস শুক্কুর (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এর আগে, ১৮ আগস্ট কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে এক পরিবারের তিনজন নিহত হন। এছাড়াও ১৯ জুন রোহিঙ্গা শিবিরে ভূমিধসে ৮ রোহিঙ্গা ও ২ স্থানীয়সহ ১০ জন পাহাড় ধসে প্রাণ হারান। ২০ জুন কক্সবাজার সদর উপজেলায় এক দম্পতি নিহত হন। ৩ জুলাই উখিয়া উপজেলার বালুখালী এলাকায় ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ২ জনের মৃত্যু হয়। এবং গত ১১ জুলাই কক্সবাজার সদর উপজেলায় প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে মিম আক্তার (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়।

তারেকুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়