ঢাকা     রোববার   ১৬ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ৪ 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গ্রেপ্তার ৪ 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় চার জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার মো. সৈবুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার জনসহ অজ্ঞাত আরও ৯/১০ জনের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- তেঁতুলিয়া সদর ইউনিয়নের কানকাটা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে জামাল হোসেন (৫০), আব্দুর রহিমের ছেলে ফরিদ (২৮), ডাঙ্গাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে ইউসুফ আলী (৩২) ও আব্দুল করিমের ছেলে জুয়েল রানা (৩২)। 

আরো পড়ুন:

বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা সীমান্ত এলাকায় গুলির শব্দ পেয়ে বিজিবি টহল জোরদার করে। মেইন পিলার ৪৩৭/৪ এস হতে একটু দূরে বাংলাদেশের অভ্যন্তরে ১৩ থেকে ১৪ জনের একটি দল ভারতের সীমান্তের কাঁটা তারের বেড়ার দিকে দৌঁড় দিলে তাদের পিছু নেয় বিজিবি সদস্যরা। সেই দলের চার সদস্যকে গ্রেপ্তার করে বিজিবি। এ সময় ৯-১০ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে দৌঁড়ে পালিয়ে যান। 

বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাঁটা তারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন গ্রেপ্তারকৃতরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তাঁর কাটার মাইড্রলিক কাটার, একটি ছোট চাকু, একটি লাল রঙের প্লায়ার্স ও একটি টি হলুদ রঙের কাঁটা তার কাটিং প্লায়ার্স জব্দ করা হয়। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, পুলিশ চার জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, গ্রেপ্তার চার জনই চোরাকারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সীমান্ত দিয়ে কেউ যাতে অবৈধভাবে ভারতে যেতে না পারে সে জন্য আমরা টহল জোরদার করেছি। সীমান্তে চোরাকারবারি বন্ধের লক্ষ্যে আমরা বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছি। 

নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়