ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

সুনামগঞ্জ

জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
জলমহাল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জলমহাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বদলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও একই গ্রামের ফারুক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গ্রামের পাশে একটি জলমহাল দখল নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই ও সুনামগঞ্জ হাসপাতালে পাঠায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মনোয়ার/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়