ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

মাগুরায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪  
মাগুরায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু

মাগুরায় বৃষ্টির পানিতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১৬ সেপ্টম্বর) দুপুরে তিনি মারা যান। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া অলিয়ার হোসেন মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দোয়ার পাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, টানা কয়েদিনের বৃষ্টিতে ঘের ও পুকুরের সব মাছে ভেসে গেছে। শহরের বিভিন্ন স্থানে লোকজন মাছ ধরছেন। অলিয়ার হোসেন আজ স্ত্রীকে সঙ্গে নিয়ে দোয়ারপাড় এলাকায় মাছ ধরতে যান। এ সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে গুরুতর আহত হন তিনি। স্থায়ীরা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ আলিয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় আলিয়ার হোসেনের স্ত্রী দূরে থাকায় তার কোনো ক্ষতি হয়নি। 

ওসি মেহেদি রাসেল বলেন, শহরের দোয়ারপাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়