ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

চাঁদাবাজির প্রতিবাদ করায় চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২০:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৪
চাঁদাবাজির প্রতিবাদ করায় চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যা

চাঁদাবাজির প্রতিবাদ করায় চট্টগ্রামে মুসলিম উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে মহানগরীর বন্দর থানা এলাকার ধুপপোল মিস্ত্রিপাড়ায় তাকে হত্যা করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিস্ত্রিপাড়া এলাকায় মুসলিম উদ্দিনের একটি স্ক্র্যাপের দোকান রায়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে দুই ব্যক্তি এসে তার দোকানে চাঁদা দাবি করে। মুসলিম উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এই সময় চাঁদাবাজদের সঙ্গে মুসলিম উদ্দিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে চাঁঁদাবাজরা মুসলিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

আরো পড়ুন:

ঘটনার পর অন্য ব্যবসায়ীরা মুসলিম উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়