ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

গাইবান্ধায় পানিতে চুবিয়ে সন্তানকে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪  
গাইবান্ধায় পানিতে চুবিয়ে সন্তানকে হত্যার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাফিয়া আক্তার নামের সাত বছরের এক মেয়ে শিশুকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে উঠেছে সৎ মা ইশা বেগমকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নিহত রাফিয়া আক্তার কানিপাড়া গ্রামের রানা মিয়ার মেয়ে। 

স্বজন ও স্থানীয়রা জানান, আজ বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে হাঁস খোঁজার কথা বলে রাফিয়াকে ডেকে নিয়ে যান তার সৎ মা। অনেকক্ষণ দেখতে না পেয়ে শিশুটিতে খুঁজতে শুরু করেন তার বাবা ও দাদি। পরে পুকুরে রাফিয়ার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ধারণা করা হচ্ছে, রাফিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করেছেন তার সৎ মা। গোবিন্দগঞ্জ পুলিশ ঘটনাস্থলে এসে রাফিয়ার মরদেহ উদ্ধার করে। এসময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে তার সৎ মা ইশা বেগমকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।  

আরো পড়ুন:

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, স্থানীয়দের তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য মারা যাওয়া শিশুর সৎ মা ইশা বেগমকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়