ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

মমেক হাসপাতালে নবজাতক এনআইসিইউয়ের বেডে ছারপোকা, স্বজনদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪
মমেক হাসপাতালে নবজাতক এনআইসিইউয়ের বেডে ছারপোকা, স্বজনদের বিক্ষোভ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ‘নবজাতক নিবিড় যত্ন ইউনিট’ (এনআইসিইউ)-এর বিছানায় ছারপোকা থাকার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বজনরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মেডিক্যাল কলেজ গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চরপাড়ায় রাস্তা অবরোধ করে স্বজনরা বিক্ষোভ করেন। এতে প্রায় ঘণ্টাখানেক যানজট লেগে থাকে। পরে হাসপাতাল পরিচালক ছারপোকা সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। 

আন্দোলনকারী স্বজনরা জানান, এনআইসিইউ ওয়ার্ডের বেডে দীর্ঘদিন ধরে ছারপোকার উপদ্রব। দিন দিন তা বাড়লেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে বহু শিশু ছারপোকার আক্রমণের শিকার হচ্ছে। পাশাপাশি আক্রান্ত হচ্ছে রক্তবাহিত নানা রোগে। ছারপোকার কারণে বহু শিশুর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন স্বজনরা। 

রোগীর স্বজনরা বিষয়টি চিকিৎসকদের বারবার বলে আসছিলেন। কোনো কাজ না হওয়ায় আজ সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে শিশুর স্বজনরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করেন। 

বিক্ষোভকারীদের মধ্যে মাসুদ রানা নামে এক ব্যক্তি বলেন, ‘গত কয়েকদিন ধরে তার সাতদিন বয়সী শিশু নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে অনেক শিশু মারাও গেছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তাদের শরীরেও ছারপোকা কামড়ের চিহ্ন রয়েছে। তারা এ বিষয়ে চিকিৎসক-নার্সদের বারবার বলেও কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে বিক্ষোভ করেছি।’

অপর অভিভাবক সুমনা আক্তার বলেন, ‘শিশু বেশি অসুস্থ হলে সেখানে ভর্তি করা হয়। কিন্তু ভর্তিকৃত শিশু কেমন আছে সে বিষয়টি জানতেও অনেক বেগ পোহাতে হয়। ছারপোকার কারণে অসুস্থ শিশুরা আরও অসুস্থ হচ্ছে। প্রত্যেক বেডে শতশত ছারপোকা। দ্রুত বেডগুলো পরিবর্তন করা দরকার।’ 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম বলেন, ‘৫০ শয্যার নবজাতক ওয়ার্ডে ১৫০-২০০ রোগী গড়ে ভর্তি থাকে। একেবারে সকল বেড পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই প্রতিদিন ৫-৭টি পরিবর্তন করে ছারপোকা মুক্ত ওয়ার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে তাৎক্ষণিকভাবে পরিচালক স্যার পরিস্থিতি স্বাভাবিক করেছেন।’

মিলন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়