ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৪  
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুষ্টিয়া সুগার মিলের নিরাত্তা প্রহরী অশোক প্রমাণিক (৫০) মারা গেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের লেবার অফিসের টিনের চালের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

সুগার মিল কর্তৃপক্ষের ধারণা, অশোক জ্বালানি সংগ্রহ করতে গিয়ে চালের ওপর উঠে বিদ্যুতায়িত হন। 

মারা যাওয়া অশোক প্রামাণিক (৫০) কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার মৃত ব্রজেন প্রামাণিকের ছেলে।

আরো পড়ুন:

কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ‘সকালে অফিসার্স কলোনি এলাকায় আশোক প্রামাণিকের ডিউটি ছিল। সকাল ৮টার দিকে জানতে পারি পাশের লেবার অফিসের টিনের চালের ওপর বিদ্যুতায়িত হয়ে পড়ে আছেন তিনি। খবর পেরে ফায়ার সার্ভিস এসে অশোকের মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘চালের ওপর দিয়েই বিদ্যুতের লাইন গেছে। মাঝে মধ্যে নিরাপত্তা প্রহরীরা মিলের ভেতরে ও বাইরের গাছ থেকে জ্বালানি সংগ্রহ করেন। ধারণা করছি, জ্বালানি সংগ্রহ করতে চালের ওপর উঠে বিদ্যুতায়িত হন অশোক।’

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বলেন, ‘বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিনের চালে পড়ে যান অশোক প্রমাণিক। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়