বরগুনায় মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরগুনা সদর উপজেলার গলাচিপা গ্রামে একটি মন্দিরে হামলা চালিয়ে কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিমা ভাঙচুর করা হয় বলে জানায় মন্দির কর্তৃপক্ষ।
এদিকে, হামলার খবর পেয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) মন্দিরটি পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম মিঞা এবং পুলিশের কর্মকর্তারা।
বরগুনা সদরের ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বিপুল সমাদ্দার বলেন, ‘গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের নির্মাণাধীন দুর্গা প্রতিমাসহ অন্যান্য প্রতিমা ভাঙচুর করে যায়। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা দেখতে পেয়ে সবাইকে খবর দেন। জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা এবং পুলিশ কর্মকর্তারা মন্দিরটি পরিদর্শনে এসেছিলেন।’
বরগুনা পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি শিবু বোষ বলেন, ‘উদ্দ্যেশ্য প্রণোদিতভাবে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আমরা দোষীদের বিচার চাই। যারা সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করছে, তাদের চিহ্নিত করা উচিৎ।’
বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম মিঞা মন্দির পরিদর্শন শেষে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনই আমরা কিছু বলছি না। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’
ইমরান/মাসুদ