ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২৪  
রাজবাড়ীতে চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে তাকে হত্যা করা হয়। রাজবাড়ীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার রেজাউল ক‌রিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত চরমপ‌ন্থী নেতার নাম সুশিল কুমার সরকার (৫৮)। তিনি উপ‌জেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয়‌দের বরা‌তে অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার রেজাউল ক‌রিম জানান, আজ সন্ধ্যায় কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানে বসে চা পান করছিলেন সুশিল কুমার। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ডেকে পাশে নিয়ে কু‌পি‌য়ে ও গু‌লি ক‌রে পা‌লি‌য়ে যায়। স্থানীয় লোকজন তা‌কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুশিলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, সুশিল কুমার সরকারের বিরুদ্ধে হত্যাসহ বি‌ভিন্ন অপরা‌ধে একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

রবিউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়